আওয়ালীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসছে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেন কোন জনদূর্ভোগ না হয় সেই ব্যাপারে সতর্ক থাকার আহবান বিএনপির নেতাকর্মীদের। জনদূর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ দিনাজপুরে আওয়ামীলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের মহাসমাবেশে আওয়ামীলীগের কেউ যাবে না এবং ধারে কাছেও থাকবে না।
ওবায়দুল কাদের আরও বলে, আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম সম্মেলন সফল করার প্রয়াস চলছে, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আওয়ামীগের প্রানের ও হৃদয়ের সংগঠন।