ঢালিউড, টালিউডের পর এবার বলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বর্তমান সময়ের গ্ল্যামার গার্ল খ্যাত নায়িকা জয়া আহসান।
এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে কলকাতার ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ‘ পান বাংলাদেশী এই নায়িকা যা জয়ার ক্যারিয়ারে সাফল্যের আরেকটি পালক যোগ হলো। বাংলাদেশের ফিল্ম পাড়ায় জয়ার নান্দনিক অভিনয়শৈলী এখনো দর্শকের হৃদয় গেথে আছে।
হালের এই নায়িকা এবার সগৌরবে নাম লেখালেন বলিউডের সিনেমায়। ছবির নাম ‘করক সিং’ এটি নির্মান করবেন ভারতীয় র্নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী ছবি।
ছবিতে জয়ার সাথে নায়ক হিসেবে দেখা যাবে বলিউড সুপার স্টার পঙ্কজ ত্রিপোঠীকে।
ছবি গল্প ও কাহিনী আর্থিক কেলেংকারির ঘটনা ঘিরে রচিত। ছবির শূটিং হবে কলকাতা ও মুম্বাইয়ে