1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

লিটন-মুশফিকের দৃঢ়তা, সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

  অবশ্য প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৪৪৮ (ডিক্লেয়ার) রানের জবাবে বাংলাদেশও আছে ভালো অবস্থানে। সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে চড়ে দ্বিতীয় দিনটা শেষ করেছে দারুণভাবে। ৫ উইকেটে ৩১৬ রান বাংলাদেশের স্কোরবোর্ডে।

সাদমান ৯৩ ও মুমিনুল ৫০ রান করে আউট হলেও অপরাজিত আছেন লিটন-মুশফিক। ৯৮ রানের অবিচ্ছেদ্য জুটিতে লিটন অপরাজিত ৫৮ রানে, মুশফিক ৫৫ রানে।

আজ (২৩ আগস্ট) বাংলাদেশ দিন শুরু করেছিলো বিনা উইকেটে ২৭ রান নিয়ে। দিনের শুরুতে হারিয়েছে অবশ্য ওপেনার জাকির হাসানকে (১২)। তিন নম্বরে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেমেছেন ১৬ রানে।

সেখান থেকে মুমিনুল হক ও সাদমান ইসলাম যোগ করেন ৯২ রান। ৭৬ বলে ৫০ রান করে মুমিনুল আউট হলেও মুশফিকুর রহিমকে নিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন সাদমান।

তবে নার্ভাস নাইনটিজে কাটা পড়ে সাদমানকে করতে হয়েছে আক্ষেপ। ১৮৩ বলে ১২ চারে ৯৩ রানের ইনিংসটি সাজান সাদমান।

সাদমানের পর ক্রিজে এসে টিকতে পারেননি সাকিব আল হাসান। পার্ট টাইমার সায়েম আইয়ুব প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে বল ঘুরিয়েই তুলে নিলেন টাইগার অলরাউন্ডারকে (১৫ রান)।

এরপর দিনের বাকি অংশ অনায়েসেই কাটিয়ে দেন লিটন ও মুশফিক। দুজনের অবিচ্ছেদ্য জুটি ৯৮ রানের। ১২২ বলে ৭ চারে ৫৫ রানে মুশফিক ও ৫৮ বলে ৮ চার ১ ছক্কায় ৫২ রানে লিটন।

এখনো ১৩২ রানে পিছিয়ে থাকলেও যেভাবে বাংলাদেশ খেলছে তাতে ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে টাইগার সমর্থকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD