1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না শিল্পী পুতুল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ফেনী জেলা। সেখানে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। নেই ফোনের নেটওয়ার্ক, বিদ্যুৎ। আছে খাবারসহ বিশুদ্ধ পানির সংকট।
বলা যায়, স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ফেনীর বাসিন্দারা।জানা গেছে, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীবাসী। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে পরিবার-পরিজন কোথায় আছে, কেমন আছে, সেই খোঁজখবরটুকুও নিতে পারছে না অনেকে।

তেমনি একজন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত শ্রোতাপ্রিয় শিল্পী পুতুল।বৃহস্পতিবার থেকে ফেনীতে থাকা তার ভাই ও বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দিন ধরেই ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে নানা সতর্কতামূলক পোস্ট করতে দেখা গেছে পুতুলকে। শুক্রবার নিজেই জানালেন, এই পরিস্থিতিতে ভীষণ অসহায় বোধ করছেন তিনি।

ফেনী শহরের উকিলপাড়ায় বাড়ি পুতুলদের। সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে বলে জানান এই শিল্পী। এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পুতুলের ভাই। পাশে বড় বোনও থাকতেন। বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজ পাচ্ছেন না পুতুল!

ফেসবুকে পুতুল লিখেছেন, ‘ফেনী শহরে আমাদের বাড়ি।

সেই বাড়িতে আমার ভাই-ভাবি আর তাদের ছোট ছোট দুটো ছেলেমেয়ে থাকে, থাকে ভাড়াটিয়া। ফেনীতেই থাকে আমার সেজো বোনও। তারও দুইটা ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে। এরপর থেকে আর নেই। তাদের বাড়িতে পানি ঢুকে গেছে। নিশ্চিতভাবেই বাড়িতে নেই তারা। কিন্তু কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। ভীষণ অসহায় বোধ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD