লিওনেল মেসির হাতে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে মাঠে মেসি বাংলাদেশী ফুটবল প্রেমিদের সত্যি ভড়কে দিলেন । দু হাতে পতাকা নিয়ে মাঠে সেকি বুনোউল্লাসে মেতেছে আর্জেটিনার ফুটবল মহারথী।
বিষয়টি বাস্তবিক না হলেও বাংলাদেশী সমর্থকদের জন্য এক ভারচুয়াল উপহারের আয়োজন করে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবললীগ । সামাজিক টুইটারে তাদের এ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে আর্জেটিনার ঘরোয়া ফুটবল লীগ।
ছবির ক্যাপশনে লেখা হয়েছে, লিওনেল মেসি বাংলাদেশ। এদিকে, ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ফিফার অফিশিয়াল পেজে বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল প্রেমিদের ছবি শেয়ার করেন এবং সমথর্ন দেখে প্রশাংসায় ভাসান।
বাংলাদেশের শহর, গ্রাম, অফিস এবং বাসাবাড়িতে আর্জেন্টিনার ফুটবল প্রেমিরা আর্জেন্টিনার পতাকা টানান, এছাড়াও জার্সি ও প্লেকার্ডে ছেয়ে গেছে পুরোদেশ।
অনেক ভক্ত সমথকদের দেখা গেছে, আর্জেটিনার পতাকা মিশেলে বাসার চারপাশে পতাকা টানাতে।