1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এবার এক টেস্ট খেলেই মুশফিক-শান্তরা পাবেন ১২ লাখ টাকা!

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

  এবার টেস্টের হারানো দিন ফিরিয়ে আনতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আইসিসি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ধুম ধাড়াক্কার মাঝে কোনো কিছুই ফল বয়ে আনছে না। এবার টাকা দিয়ে হলেও ক্রিকেটারদের টেস্টে আগ্রহী করতে চায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

প্রস্তাব দেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া বোর্ডগুলোর ক্রিকেটাররা টেস্টে ম্যাচ ফিফ বাবদ পাবেন বড় অঙ্ক। এই সুবিধা পাবেন না ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। কারণ তারা ইতোমধ্যে বড় অঙ্কের অর্থই পান ম্যাচ ফি বাবদ।

 

 

আইসিসি ১৫ মিলিয়ন মার্কিন ডলার শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের ম্যাচ ফি বাবদ ভালো অর্থ দেওয়ার জন্য আলাদা করে ফান্ড গড়ে তুলছে। যাতে করে অন্তত একজন ক্রিকেটার ম্যাচ ফি বাবদ ১০ হাজার মার্কিন ডলার পায়। বাংলাদেশি টাকায় সবমিলিয়ে এই তহবিলের পরিমান প্রায় ১৮০ কোটি টাকা।

অন্তত ১০ হাজার ডলার ম্যাচ ফি হলে একজন ক্রিকেটার পাবেন বাংলাদেশি টাকায় ১২ লাখ টাকা। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা এখন যে ম্যাচ ফি পান তার দ্বিগুণ ম্যাচ ফি পাবেন। এখন বাংলাদেশের ক্রিকেটাররা টেস্টে ম্যাচ ফি বাবদ পান ৬ লাখ টাকা।

আইসিসির এই প্রস্তাবে সাড়া দিয়েছে তিন মোড়ল খ্যাত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিজের এই সুবিধার বাইরে থাকলেও প্রস্তাবকে ‘হ্যাঁ’ বলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। যিনি পরবর্তী আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে আছেন বেশ ভালোভাবেই। সব কিছু চূড়ান্ত হলে ক্রিকেটারদের টেস্টে ম্যাচ ফির বিষয়টি দ্রুতই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিবে আইসিসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD