1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হত্যা মামলায় সাকিবের নাম অপ্রত্যাশিত : মুমিনুল

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

 

এবার  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক গার্মেন্টস কর্মীর হত্যা মামলায় জড়ানো হয়েছে সাকিব আল হাসানের নাম। এরই মধ্যে সাকিবকে দ্রুত ক্রিকেট থেকে সরিয়ে দেশে ফিরিয়ে আনতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দেয়া হয়েছে লিগ্যাল নোটিশ।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শেষেই সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সাকিবের বিরুদ্ধে এমন মিথ্যা মামলা সারা বিশ্বের মানুষের কাছে দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করবে বলে মনে করেন বাংলাদেশ দলের ব্যাটার মুমিনুল হক।

বাংলাদেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছে সাকিব তখন ব্যস্ত সময় কাটাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। তিনি সেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এরপর তিনি কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি মাতিয়েছেন মিসিসাগা বাংলা টাইগার্সের হয়ে। ফলে সাকিবের বিরুদ্ধে এমন মামলাকে প্রশ্নবিদ্ধ মনে করেন মুমিনুল

তিনি এক পোস্টে লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামী! গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।’

বাংলাদেশ রবিবার পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিবও। মুমিনুল জানিয়েছেন ক্রিকেটার সাকিবের প্রতি তার সমর্থন ছিল সবসময়। সেই সমর্থন আছে এবং ভবিষ্যতেও থাকবে।

 

 

এ প্রসঙ্গে মুমিনুল লিখেছেন, ‘যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD