জাতীয় পাটির পৃষ্ঠপোশক এবং জাতীয় সংসদের সংসদীয় বিরোধী নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাক্ষাৎ করলেন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।
দুজনের দ্বীর্ঘক্ষন আলোচনায় দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে কথা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মিলমিশ হওয়াটাই মুখ্য। কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিক ইসলাম সেন্টু, রওশন এরশাদ ছেলে রাহগীর আল মাহি সাদ বৈঠকে উপস্থিত ছিলেন। আবু হোসেন বাবলা বলেন, দলের অভ্যন্তরে কোন কোন্দল নেই। তাছাড়া, তিনি আর বলেন, সব দলের অভ্যন্তরে কোন্দল থাকে। দীর্ঘ দিন রওশন এরশাদ দেশের বাহিরে থাকায় দূরত্ব সৃষ্টি হয়েছে।
দীর্ঘ পাঁচ মাস পরে রওশন এরশাদ থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন গত রোববার, চিকিৎসার জন্য পাঁচ মাস আগে থাইল্যান্ডের বামরুনগ্রাদ যান রওশন এরশাদ।