1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

এবার  রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন প্যাডেলচালিত রিকশার চালকরা। এর ফলে গুলিস্তান-ধানমন্ডি-ফার্মগেটগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে তারা। ফলে ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।

অবরোধের বিষয়য়টি গণমাধ্যমে নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শারমিন।

শারমিন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে প্যাডেলচালিত রিকশার চালকরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। সেখানে তারা তাদের দাবি দাওয়া জানাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানা গেছে, প্যাডেলচালিত রিকশাচালকরা কয়েকদিন ধরেই ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে আন্দোলনে নামার চেষ্টা করছিল। অভিযোগ করে তারা বলেন, ব্যাটারিচালিত রিকশার কোনো লাইসেন্স নেই। সরকার অনুমোদনও দেয়নি। এরপরও তারা অলিগলি ছেড়ে এখন প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এসব রিকশার জন্য পায়েচালিত রিকশার চালকরা অসহায় হয়ে পড়েছেন। এজন্য তারা ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD