1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বন্যার্তদের নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন হাসান মাহমুদ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যা পানি ঢুকে প্রায় আট লাখ মানুষ পানিবন্দি রয়েছে। এর মধ্যে প্রায় ২৩ হাজার মানুষ আশ্রয়ণকেন্দ্রে উঠেছে। অন্যদের মধ্যে অধিকাংশ মানুষ কষ্ট করে বাড়িঘরেই রয়েছে। নোয়াখালী থেকে অনবরত বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকছে।
দুর্গম এলাকাগুলোতে পানিবন্দিদের জন্য কোনো খাবার যাচ্ছে না। এ জন্য ফেসবুকসহ নানাভাবে ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পর্যাপ্ত নৌকার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এদিকে রবিবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এতে বন্যার পানি ৬ ইঞ্চ বেড়ে গেছে। নোয়াখালীর মুছাপুর স্লুইস গেট ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। এর প্রভাব লক্ষ্মীপুরেও পড়ার সম্ভাবনা রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে তলিয়ে আছে।
ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি ক্ষেত ও বহু ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও কোথাও ৪-৫ ফুট পানি রয়েছে। বন্যাকবলিত এলাকাগুলো পানিবন্দি বাসিন্দারা দুঃসহ জীবন অতিক্রম করছে। জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগ উপজেলার ৫৮টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকাতেই পানি ঢুকে পড়েছে। মানুষজন খাদ্যসংকটে রয়েছে বলেও জানা গেছে
এমন বিপর্যয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন হাসান মাহমুদ । বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার বন্যার্তদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

নিজের ভেরিফায়ের ফেসবুক পেজে হাসান মাহমুদ  লিখেছেন, বন্যায় ভালো নেই বাংলাদেশ,ভালো নেই আমাদের প্রিয় জেলা লক্ষ্মীপুর।আপনারা সবাই এগিয়ে আসুন,লক্ষ্মীপুরের প্রায় কয়েক লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। আশা করছি আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা এই বিপদ থেকে ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারব।

নিউজ তটিনী / শা / হো

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD