1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে সরাসরি সেটি নাকচ করে দেন দীপ্তি চৌধুরী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

  এবার  টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে তুমুল আলোচনায় চলে আসা দীপ্তি চৌধুরীকে জাজ মাল্টিমিডিয়া থেকে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে সরাসরি সেটি নাকচ করে দেন।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে একটি সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছে জাজ। আর সেই সিনেমাতেই অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে সেটি ফিরিয়ে দেন দীপ্তি। জানিয়ে দেন এখনই তিনি সিনেমায় অভিনয় করবেন না।

এ বিষয়ে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম কিন্তু তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না।’

 

সিনেমাতে কেন অভিনয় করতে চান না, এমন প্রশ্নে  বলেন, ‘এই মুহূর্তে আমি সিনেমা কিংবা অন্য কোনো কিছু নিয়েই ভাবছি না। আমি উপস্থাপনাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি আর এটাই আমার ভালো লাগার জায়গা। আপাতত এটা নিয়েই থাকতে চাই। আমি কোনো সিনেমা করছি না।’

এর আগে জাজের হাত ধরে ঢালিউডে অনেক নায়িকারই উত্থান হয়েছে। তার মধ্যে রয়েছে মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিন, পূজা চেরী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD