এবার টেলিভিশন টকশো ‘টু দ্য পয়েন্ট’-এ সঞ্চালনা করে তুমুল আলোচনায় চলে আসা দীপ্তি চৌধুরীকে জাজ মাল্টিমিডিয়া থেকে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে সরাসরি সেটি নাকচ করে দেন।
সত্য ঘটনার ছায়া অবলম্বনে একটি সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছে জাজ। আর সেই সিনেমাতেই অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে সেটি ফিরিয়ে দেন দীপ্তি। জানিয়ে দেন এখনই তিনি সিনেমায় অভিনয় করবেন না।
এ বিষয়ে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প-স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। এর জন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম কিন্তু তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না।’
সিনেমাতে কেন অভিনয় করতে চান না, এমন প্রশ্নে বলেন, ‘এই মুহূর্তে আমি সিনেমা কিংবা অন্য কোনো কিছু নিয়েই ভাবছি না। আমি উপস্থাপনাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি আর এটাই আমার ভালো লাগার জায়গা। আপাতত এটা নিয়েই থাকতে চাই। আমি কোনো সিনেমা করছি না।’
এর আগে জাজের হাত ধরে ঢালিউডে অনেক নায়িকারই উত্থান হয়েছে। তার মধ্যে রয়েছে মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিন, পূজা চেরী প্রমুখ।