1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাকিব যতক্ষণ না দোষি প্রমাণিত হচ্ছে, ততক্ষণ খেলে যাবে : বিসিবি সভাপতি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।      একজন হত্যা মামলার আসামি খেলা চালিয়ে যেতে পারেন কি না, তা নিয়ে কৌতূহলী জিজ্ঞাসার ঝড়ই যেন বয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের খেলা বা না খেলা নিয়ে আজ নীরবতা ভেঙেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ সন্ধ্যায়  বলেন, ‘আমাদের অবস্থান হচ্ছে, সাকিব যতক্ষণ না দোষী প্রমাণিত হচ্ছে, ততক্ষণ আমাদের কিছু বলার নেই। সাকিব এভাবেই খেলে যাবে।
’সাকিবকে নিয়ে এই দোলাচল তৈরি হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে তাকে অভিযুক্ত করে মামলা করা হলে। এরপর গত শনিবার। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বিসিবিতে একটি লিগ্যাল নোটিশ পাঠান। সেই আইনজীবী জানান, সাকিবের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না।
তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।আজ সেই লিগ্যাল নোটিশের উত্তর দিয়েছে বিসিবি। ফারুক বলেন, ‘বিসিবিতে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল, সেটার উত্তর দেওয়া হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD