বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গনভবনে প্রনয় ভার্মা ও শেখ হাসিনার মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে দুদেশর মধ্যে র্আথসামাজিক, অথনৈতিক, সন্ত্রাস দমন, বিদৎ ও তিস্তা পানির বন্টন বিষয়ে আলোচনা প্রাধান্য পায়।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ এবং প্রতিবেশী রাষ্ট্র। ভারত সব সময় বাংলাদেশের সাথে আছে যে কোন সময় বাংলাদেশ ভারতের কাছ থেকে সহযোগীতা পায়।
প্রনয় ভার্মা আরেও বলেন, ভারত বাংলাদেশ এই অঞ্চলে সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, দেশের মাটিতে সন্ত্রাস দমনে তা সরকার কাজ করে যাচ্ছে , সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার বদ্ধপরিকর। তাছাড়াও, বাংলাদেশ ভারত আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি বন্টনসহ অমীমাংসিত সমস্যার সমাধান করবে। শেখ হাসিনা ভারতী ব্যবসায়ীদের বাংলাদেশে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান। দু দেশের অর্থনৈতিক সম্পর্ক সহজতর করার জনে অর্থনৈতিক অংশীদারী চুক্তি ( সিইপিএ) আলোচনায় অগ্রাধিকার পায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য সব সময় উদার মনোভাব নিয়ে কাজ করে গেছেন বলেন শেখ হাসিনা উল্লেখ করেন।
তাছাড়া, ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশকে বিদুৎ ও জ্বালানিতে সহায়তা করবে এবং দু দেশের যোগাযোগ ব্যবস্হা আরো সহজতর হবে।
প্রনয় ভার্মা ও শেখ হাসিনার বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এস শাখাওয়াত মুন, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায় কাউস।