বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শুরুতে বিলম্বিত হয় টস। মাঝে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করলেও বৃষ্টির কারণে হতে পারেনি সেটিও।
বাংলাদেশ সময় ১১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এর কিছুক্ষণ আগে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, তখন পর্যন্ত হোটেলেই ছিলেন দুই দলের খেলোয়াড়রা।
শুক্রবার বলে প্রথম সেশন হওয়ার কথা ছিল বর্ধিত। তবে প্রথম সেশনে যে খেলা সম্ভব নয়, সেটি বোঝা যায় আগেভাগেই। খেলা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয়, তখনো দুই সেশনের মতো বাকি ছিল দিনে। তবে বৃষ্টির তোপ এমনই যে আম্পায়াররা আর খেলা শুরুর সম্ভাবনা দেখেননি।
এর আগে প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টি বাগড়া দিলেও খেলা হতে পেরেছিল ৪১ ওভার। আজ হতে পারল না একটি বলও। প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এ টেস্ট ড্র হলেও বাংলাদেশ পাবে ঐতিহাসিক এক সিরিজ জয়ের দেখা।