বাংলাদেশ সময় রাত ১ টায় সি গ্রুপ পর্বের শেষ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কাতার বিশ্বকাপের হট ফেবারিট আর্জেন্টিনা ফুটবল দল।
নক আউট পর্বে যেতে হলে মেসিদের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ ধাক্কা খায় আর্জেন্টিনা দল সেই ধাক্কার ক্ষতে প্রলেপ দিতে হলে পোল্যান্ডকে আজকের ম্যাচ হারাতই হবে মেসিদের। মেসিদের নক আউটে যাওয়ার পথে বাধা এখন পোল্যান্ড , পোল্যান্ডকে নাস্তানাবুদ করে ম্যাচ জিততে পারলে আর্জেন্টিাইনরা পেয়ে যাবেন নক আউট পর্বের টিকিট , যদিও তা এখানও অধরা এবং দূর হতে বহুদুর।
গ্রুপ ডি এর সব দলের সম্ভবনা আছে নক আউট পর্বে যাওয়ার তাই আজকের রাতের ডি গ্রুপের সব দলেই মাঠে নামবে রাত ১ টায়।
আর্জেন্টিনা বমাম পোল্যান্ড এবং মেক্সিকো বনাম সৌদি আরব চার দলেরই ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে মাঠে নামবে রাত ১ টায়। তাই বলাচলে, আজেকের ম্যাচ গুলো ফুটবল প্রেমিদের কাছে হবে অবিস্মরণীয় ম্যাচ।
আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচ যদি ড্র হয় তবে নক আউটে যাওয়ার ঝুঁকিতে থাকবে মেসিরা। তাই, নকআউট পর্বে যেতে হলে ক্লীন জয়েই যথেষ্ট আর্জেন্টিনার।
এদিকে, আজকের ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠ দেখা যেতে পারে পাবেলো দিবালাকে। এর আগের দুই ম্যাচে ইনজুরির কারনে মাঠে দেখা যায়নি আর্জেন্টিনার এই ফরওয়ার্ডকে।
কোচ স্কালানী ভাষ্যমতে, ট্যাকটিক্যাল কারনে দিবালাকে আগের দুই ম্যাচ খেলানো হয়নি, তবে পোল্যান্ডের বিপক্ষে খেলার জন্য শতভাগ ফিট দিবালা।