ড্রাফট থাকা ক্রিকেটারদের নাম প্রকাশের সময় জানানো হয়েছিল কোন খেলোয়াড় কয়টি ম্যাচ খেলার জন্য আসরে উন্মুক্ত থাকবেন। রিশাদ ৬ থেকে ৯টি ম্যাচ এবং ফাইনাল খেলতে পারবেন।
বিগ ব্যাশের আগামী আসরের ড্রাফটের চতুর্থ রাউন্ডে এসেছিল রিশাদের ক্যাটাগরি। ২৮ নম্বর ডাকে তাকে হোবার্ট হারিকেন্স লুফে নেয়। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে টাইগার ক্রিকেটারকে স্বাগত জানিয়েছে। রিশাদের দলে বিদেশি খেলোয়াড় হিসেবে থাকবেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।
রিশাদ ছাড়াও ড্রাফট তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন- পেসার হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও স্পিনার তাইজুল ইসলাম। ব্যাটারদের মধ্যে রয়েছেন জাকের আলী অনিক, রনি তালুকদার, তানজিদ হাসান তামিম ও শামীম হোসেন পাটোয়ারী। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের নামও ড্রাফটে লিপিবদ্ধ হয়েছে। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন অলরাউন্ডার জাহানারা আলম।
বিগ ব্যাশ পুরুষদের টুর্নামেন্ট শুরু ১৫ ডিসেম্বর, শেষ হবে ২৭ জানুয়ারি। মেয়েদের টুর্নামেন্ট আরম্ভ ২৭ অক্টোবর, পর্দা নামবে ১৫ ডিসেম্বর। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুটি ও পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪টি ম্যাচে মাঠে নামেন।