এবার কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। আজ ৩১ আগস্ট টরন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফর্ম করবেন জনপ্রিয় সংগীত তারকা বেবী নাজনীন। শো থেকে উপার্জিত অর্থের একটি অংশ ব্যয় হবে দেশের বন্যার্তদের মাঝে এমনটাই জানিয়েছেন মেলার অন্যতম সমন্বয়ক দীন ইসলাম।
দীন ইসলাম বলেন, ‘মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। সংগীতানুষ্ঠানের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে থাকছে নানা আয়োজন। মেলা কেন্দ্র করে ব্যাপক প্রচারণা হয়েছে আরও আগে থেকেই। মেলায় কানাডায় অবস্থানরত প্রবাসী শিল্পীদেরও পরিবেশনা থাকবে। থাকবে বিভিন্ন স্টল।’
গায়িকা বেবী নাজনীন এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত কাল শুক্রবার সেখান থেকেই কানাডার উদ্দেশে রওনা করেন তিনি। তবে কয়েক বছর ধরে বিদেশে অবস্থান করলেও দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন তিনি। একই সঙ্গে এই শিল্পী দেশ-বিদেশের স্টেজ শোর পাশাপাশি শ্রোতাদের জন্য প্রকাশ করে যাচ্ছেন নানা ধরনের গান।
এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘রাজনৈতিক কারণে আমাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। এবার ফিরছি। আশা করছি নতুনভাবে সব শুরু করতে পারব।’