বিশ্বকাপ ফুটবলে সচরাচর পুরুষ রেফারির জয়জয়কার কিন্তু এবার কাতার বিশ্বকাপের মাধ্যমে ফুটবলে নারী রেফারিদের শুভসূচনা হচ্ছে ।
আগামী পহেলা ডিসেম্বর কাতারের আল বাইত স্টেডিয়ামে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচে দেখা যাবে নারী রেফারি স্টেফানি ফ্রাপোর্টকে। স্টেফানি ফ্রাপোর্টই ফুটবল ইতিহাসের প্রথম নারী রেফারি যা আগে কখনো দেখেনি ফুটবল বিশ্ব।
এর আগে নারী রেফারিদের দেখা গেছে পুরুষের ফুটবলের লীগে দায়িত্ব পালন করতে।
নারী রেফারি স্টেফানি ফ্রাপোর্ট এর আগে উয়েফাচ্যাম্পিয়নশীপে পুরুষদের ফুটবলে রেফারির দায়িত্বে ছিল। কাতার বিশ্বকাপে পোল্যান্ড ও মেক্সিকো ম্যাচে চতুর্থ অফিশিয়াল হিসাবে দায়িত্ব পালন করছেন ফ্রান্সের এই নারী রেফারি । স্টেফানি বলেন, আমি ফ্রান্স এবং ইউরোপের একমাত্র নারী রেফারি, আমি পুরুষদের ফুটবলে ম্যাচ পরিচালনা করতে সক্ষম।
জার্মানি ও কোস্টারিকা ম্যাচে স্টেফানি ফ্রাপোর্ট ছাড়াও সহকারী নারী রেফারি হিসেবে দেখা যাবে ব্রাজিলের নেউজা বাক এবং মেক্সিকোর কারেন দিয়াসকে।