এবার ‘মহানায়ক’ নামে নতুন এক ধারাবাহিকে নাম লেখালেন তানিন সবহা। নাটক-সিনেমায় ঘটে যাওয়া বিভিন্ন গল্প নিয়ে এই ধারাবাহিক রচনা ও পরিচালনা করেছেন আলী সুজন। এতে তানিন সুবহার বিপরীতে রয়েছেন তারিক স্বপন।
আগামী ১৫ সেপ্টেম্বর দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটির প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তানিন।
নতুন ধারাবাহিক প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘কমেডি জনরার গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আমাকে ঘিরেই এর গল্প এগিয়ে যাবে। আশা করছি, সবার পছন্দ হবে।’