যদিও শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ নারী ‘এ’ দল দুইটি একদিনের ম্যাচ ছিলো সূচিতে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, দ্বিতীয় ম্যাচটাও ছিলো শঙ্কায়। তবে ২০ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে জয় পেলো রাবেয়া খানের বাংলাদেশ ‘এ’ দল।
কলম্বোতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল করেছে ৫ উইকেটে ১১৩ রান। জবাবে ২ ওভার হাতে রেখে ৩ উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ নারী ‘এ’। ৪৭ রানের ইনিংস খেলেন দিলারা আক্তার, ৩০ রান করেন মুর্শিদা খাতুন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার শামিমা সুলতানাকে (১) হারায় বাংলাদেশ। এরপর দিলারা ও মুর্শিদা মিলে গড়েন ৭৪ রাবের জুটি। এই জুটিতেই অবশ্য ম্যাচ নিজেদের দিকে তেনে নেয় বাংলাদেশ। ৩৪ বলে ৩ চার ২ ছক্কায় ৪৭ রান করে দিলারা আউট হলে ভাঙে জুটি। এরপর অবশ্য দ্রুত ফেরেন মুর্শিদাও। সমান ৩৪ বলে ১ চারে তার ব্যাটে ৩০ রান।
দিলারা-মুর্শিদা বিদায় নিলেও নিগার সুলতান জ্যোতি ও রিতু মনি অবিচ্ছেদ্য জুটিতে ম্যাচ শেষ করে আসেন। ২১ বলে ২৪ রানে জ্যোতি ও ১৬ বলে ১১ রানে অপরাজিত ছিলেন রিতু।
এর আগে ব্যাট করা শ্রীলঙ্কা ছোট ছোট কয়েকটি ইনিংসে লড়াকু পুঁজি পায়। যেখানে সর্বোচ্চ ৩৬ রান করেন সাথিয়া সন্দীপানি। ২৫ রান এসেছে মালশা স্নেহানির ব্যাটে। বাংলাদেশ নারী ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ। এরপর আছে ৫ টি টি-টোয়েন্টি। কলম্বোতে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১২, ১৩, ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর।