এবার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ শেষ করে আসা বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। ঠিক সংবর্ধনা না হলেও প্রধান উপদেষ্টার সাথে আগামীকাল (১২ সেপ্টেম্বর) সাক্ষাৎ করবে নাজমুল হোসেন শান্তর দল।
২ ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াই ওয়াশ করার পরই শান্তর সাথে ফোনে কথা বলেন ড.মুহাম্মদ ইউনুস। মাঠে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার কাছ থেকে শান্ত পেয়েছেন অভিনন্দন বার্তা।
টাইগার কাপ্তানকে ইউনুস বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’
আগামীকাল (১২ সেপ্টেম্বর) দুপুরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাথে থাকবেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। যোগ দিতে পারেন দুই-একজন বোর্ড কর্তাও।
পাকিস্তান সফর থেকে দেশে ফিরে বিমানবন্দরেই সাংবাদিকদের সাথে কথা বলেছিলো শান্ত। সেখানে তিনি জানিয়েছেন সাকিব আল হাসানের ব্যাপারে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন তারা। আগামীকাল সাকিব ইস্যুতেও হয়তো আলাপ হবে।
হত্যা মামলার আসামী সাকিবের দেশে ফেরা ও নির্বিঘ্নে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়াই যার মূল লক্ষ্য হতে পারে।