1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লাইটার জাহাজ থেকে পড়ে একজন নিখোঁজ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  এবার নোয়াখালী হাতিয়ার ভাসানচরের কাছে লাইটার জাহাজ থেকে পড়ে মো: রাকিব হোসেন (১৮) নামে একজন নিখোঁজ হয়েছে।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছে হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সফিকুর রহমান খান।

নিখোঁজ রাকিব হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে। সে এফবি সানি-৫ নামে এই জাহাজে খালাসি হিসাবে কর্মরত ছিল।

 

জাহাজের কোয়াটার মাস্টার মামুন জানান, জাহাজটি চট্রগ্রাম থেকে গম নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরি আবহাওয়ার মধ্যে পড়েন। এসময় রাকিব জাহাজের পাশদিয়ে হাটাহাটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যায়। তাৎক্ষনিক অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। সাগর উত্তাল থাকায় তাকে ভালো ভাবে খোঁজাও যায়নি। পরে জাহাজটি নিয়ে তারা ভাসানচর চলে আসে।

 

রাকিবের মামতো ভাই রাসেল জানান, রাকিব সাগরে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনাটি মোবাইলে জাহাজ থেকে লোকজন পরিবারকে জানিয়েছে। তার বাবা বেচে নেই। তারা দুই ভাই অন্যজনও জাহাজের চুকানী হিসাবে কাজ করেন। এই সংবাদে রাকিবের বাড়ীতে শোকের মাতম চলছে।

এই বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সফিকুর রহমান খান বলেন, এফবি সানি-৫ জাহাজের কোয়াটার মাস্টার মামুনের সাথে কথা হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে আমরাও চেষ্ঠা করছি। ভাসানচর কোষ্টগার্ডকে জানানো হয়েছে। সকাল থেকে নদী খুবই উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ। এতে নিখোঁজ রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া যাচ্ছে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD