1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ট্রাফিক নিয়ন্ত্রণে হিজড়া নিয়োগের সিদ্ধান্ত

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

এবার  উপেক্ষিত হিজড়া সম্প্রদায়ের মানুষদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে ভারতের তেলেঙ্গানা সরকার। চিরাচরিত ধারা ভেঙে এবার তাদেরকে ট্রাফিক নিয়ন্ত্রণের চাকরিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেবন্ত রেড্ডির সরকার।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, সবার সমান অধিকারকে মান্যতা দিতে তাদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োগ করা হবে। এর জন্য হায়দরাবাদ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

সরকারের দাবি, এই উদ্যোগের ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ তো বটেই একইসঙ্গে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফেরানোই আমাদের লক্ষ্য। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া।

সরকারি সূত্রে জানা গিয়েছে, তৃতীয় লিঙ্গের নিয়োগ করার পর তাদের জন্য তৈরি করা হবে আলাদা পোশাক। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, ৬০ বছর অবধি চাকরির মেয়াদ, বেতনসহ সব রকম সুবিধা পাবেন তারা। প্রশিক্ষণের পর তৃতীয় লিঙ্গের ট্রাফিক পুলিশ বাহিনীকে নিযুক্ত করা হবে মূলত হায়দরাবাদে। ধীরে ধীরে রাজ্যের বাকি অংশেও নিযুক্ত করা হবে। কংগ্রেস সরকারের দাবি, এই ঐতিহাসিক পদক্ষেপ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে নজিরবিহীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD