যদিও পাকিস্তানের বিপক্ষে পাওয়া দারুণ ছন্দ নিয়ে ভারতের বিপক্ষে খেলতে গেছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের পারফরম্যান্সের পর টাইগার ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সাক্ষী ছিলেন শরিফুল ইসলাম।
যদিও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তবে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শরিফুল ফিরছেন সেটা অনেকটাই নিশ্চিত। টেস্ট দলে না থাকলেও শরিফুলের বিশ্বাস তার সতীর্থরা হারিয়ে দিতে পারবেন ভারতকে।
১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল বলেছেন, ‘ইনশাআল্লাহ আমরা হারাব, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব।’
লম্বা সময় ধরেই টেস্টে বাংলাদেশের বোলিং আক্রমণ মানেই ছিল স্পিন শক্তির প্রদর্শন। তবে সেই সময় আর নেই। শরিফুল, তাসকিনদের সঙ্গে উঠে এসেছেন হাসান মাহমুদ ও নাহিদ রানার মতো পেসার। বিশেষ করে রানা পাকিস্তানের মাটিতে গতির ঝড় তুলেছেন।
ভারত সফরেও তার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। শরিফুল মনে করেন বাংলাদেশের টেস্ট দলের বাইরে থাকা বোলাররাও অনেক মানসম্পন্ন। আর ফর্মে থাকা পেস আক্রমণ বাংলাদেশের পারফরম্যান্সে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদী তিনি।
শরিফুলের ভাষ্য, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করছি, ভারতেও ভালো করব। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না। যারা খেলছে তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে। ’