ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তালেবুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনা ঘটার পর থেকে আমরা আমাদের পুলিশি কার্যক্রম অব্যাহত রেখেছি। এটি তদন্তের বিষয় তদন্তের মাধ্যমে পুরো ঘটনা বেরিয়ে আসবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য জানা যাবে। এ ছাড়া আমাদের পুলিশের ডিবি টিম ও কাজ করছে।