1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এবার ইমনের ‘মায়া’য় সারিকা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

  যদিও   সিনে পর্দায় কাজ করছেন দীর্ঘদিন। তবে ওটিটিতে সেভাবে ধরা দেননি চিত্রনায়ক মামনুন ইমন। এবার সেটা হচ্ছে। পারিবারিক টানাপোড়েন ও এই সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া’। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে ইমনের সঙ্গে আছেন সারিকা। জানা গেছে আগামী ৩০ সেপ্টেম্বর ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এই মায়া দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে ইমনের।

 

 

এদিকে গতকাল প্রকাশ পেয়েছে মায়ার টিজার। ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেল হঠাৎ করে নিখোঁজ হওয়া স্বামীকে খুঁজে বেড়াচ্ছে সারিকা। স্বামীর সন্ধান পেতে থানায় যায় সে। পুলিশ কর্মকর্তা তাকে পাল্টা প্রশ্ন করে, কেন তার স্বামী নিখোঁজ হলো। একটি দৃশ্যে দেখা গেল, ইমনকে জোর করে তোলা হচ্ছে পুলিশ ভ্যানে। স্বামী ছাড়া নারীদের যে ধরনের সমস্যার মুখে পড়তে হয়, তা-ই ফুটে উঠেছে টিজারে।

 

 

মামনুন ইমন বললেন, ‘কয়েক বছর ধরেই অনেকে আমার কাছে জানতে চাইছিলেন, কবে আমাকে ওটিটিতে দেখা যাবে। আমি চেয়েছি ওটিটিতে যখন কাজ করব, সেটা যেন স্পেশাল কিছু হয়। নিজের চাওয়া অনুযায়ী ওটিটিতে যাত্রা শুরু করতে পেরে ভালো লাগছে। মায়ার গল্প দর্শকের মনে দাগ কাটবে। কিছু গল্প থাকে যেখানে কাজ করার স্বপ্ন থাকে অভিনয়শিল্পীদের। মায়ার গল্পটি আমার কাছে তেমন। আশা করছি, এই সিনেমায় আমাকে ভিন্নভাবে দেখবে দর্শক।’

 

মায়া দিয়ে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল চিত্রনায়িকা পরী মণির। পরবর্তী সময়ে পরী মণির জায়গায় যুক্ত হন সারিকা।

 

এদিকে ইমন এখন যুক্ত আছেন শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানে। পালন করছেন অফিশিয়াল দায়িত্ব। এখানেই শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত আছেন সারিকাও।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD