1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া’ হলেন রিয়া

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

এবারের  ভারতের রাজস্থানের জয়পুরে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪।’ এবারের বিজয়ীর মুকুট পরেছেন ১৯ বছর বয়সী ভারতীয় প্রতিনিধি রিয়া সিং।

গত ২২ সেপ্টেম্বর রিয়াকে বিজয়ের মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী ও ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী উর্বশী রাউতেলা।

মুকুট জয়ের পর দারুণ উচ্ছ্বসিত হয়ে ভারতীয় গণমাধ্যম এএনআইকে রিয়া বলেন, আজ মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’র মুকুট জয় করেছি। আমি খুবই কৃতজ্ঞ। এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছি। এই মুকুটের জন্য নিজেকে যোগ্য বলে মনে করি। আমি পূর্বের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি।

চলতি বছর ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র বিচারকের দায়িত্বে ছিলেন উর্বশী। বিজয়ের মুকুট পরিয়ে দিয়ে অভিনেত্রী বলেন, ‘এ বছর মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে আনবে ভারত।’

‘মিস ইউনিভার্স ২০২৪’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন প্রাঞ্জল প্রিয়া, দ্বিতীয় রানার আপ হয়েছেন ছাবি ভার্গ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন, সুস্মিতা রায় ও রূপফুজানো হুইসো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD