দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দলের সাথে ভারতে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সিরিজেও টাইগার অলরাউন্ডারের খেলা এক প্রকার নিশ্চিত। ভারত সফরের মধ্যেই আলোচনায় সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টাইগারদের টেস্ট সিরিজ। সেই আলোচনার অন্যতম বিষয়বস্তু বলতে গেলে সাকিব। টাইগার অলরাউন্ডার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে থাকবেন কিনা তা নিয়ে রয়েছে নানরকম প্রশ্ন।
মূলত প্রশ্নটি উঠেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করার ফলে। তৎকালীন সরকারের এমপি ছিলেন সাকিব। রাজনৈতিক পট পরিবর্তনের পর টাইগার অলরাউন্ডারের নামে হয়েছে মামলা।
জাতীয় আন্দোলনের সময় কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত ছিলেন সাকিব। এরপর পাকিস্তান সিরিজে সেখান থেকেই দলের সাথে যোগ দিয়েছিলেন তিনি। বাবর আজম-শান মাসুদদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর সারের হয়ে কাউন্টি খেলতে যান সাকিব। সেখান থেকে ভারতে গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন তিনি।
মোট কথা, সরকার পরিবর্তনের পর দেশে ফেরেননি সাকিব। সাউথ আফ্রিকা সিরিজে তিনি ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে সাকিবের দেশে ফেরার বিষয়ে কোনো সমস্যা দেখেন না বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ইনজার্চ শাহরিয়ার নাফীস। জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার মনে করেন, দেশে ফিরলে কোনো হয়রানির শিকার হবেন না সাকিব।
শাহরিয়ার নাফীস বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’
সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নির্বাচকরা যদি সাকিবকে স্কোয়াডে বিবেচনা করেন তাহলে তার খেলতে কোনো অসুবিধা দেখছেন না শাহরিয়ার নাফীস।
‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা-না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো সংশয় ব্যক্তিগতভাবে দেখছি না’- বলছিলেন সাবেক এ ক্রিকেটার
সব ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসবে সাউথ আফ্রিকা দল। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলে সেসময়ই দেশে ফিরবেন সাকিব। ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ নাফীসের কথাতেই অন্তত এতটুকু পরিস্কার।