1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্রাজিলকে বিধস্ত করে ক্যামেরুনের জয়

  • প্রকাশিতঃ শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

ব্রাজিলকে ১ – ০ গোলে হারিয়ে দিল ক্যামেরুন।  কাতারের লুসাইল স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হয় ক্যামেরুনের।

ম্যাচের ৭০ শতাংশ বল ব্রাজিলের দখলে ছিল এবং ৩০ শতাংশ বল ক্যামেরুনের দখলে ছিল। প্রথময়ার্ধে গোলের দেখা পায়নি কোন দল।  বিরতির পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি দুদল। ম্যাচের অতিরিক্ত মিনিটে ক্যামেরুনের খেলোয়াড়  আবু বকর হেড দিয়ে ব্রাজিলের জালে বল পাঠালে  ক্যামেরুন এগিয়ে যায় ১- ০ গোলে। ম্যাচে এক ১ – ০ গোলে জয় পায় ক্যামেরুন।

এদিকে,  এবারের কাতার  বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেওয়া হল ক্যামেরুনের খেলোয়াড় আবু বকরকে, ব্রাজিলের জালে হেড দিয়ে গোল করার পর জয় উদযাপন করতে গিয়ে নিজের গায়ের জার্সি  খুলে ফেলায় লাল কার্ড দেখাও হয় তাকে তখনও খেলার বাকি ৩ মিনিট এরপর দশ জনের দলে পরিনত হয় ক্যামেরুন। শেষ পর্যন্ত ব্রাজিলকে ১- ০ গোলে পরাজিত করে ক্যামেরুন।

ব্রাজিলকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে  হল ক্যামেরুনকে।

রাতের অপর ম্যাচ সুইজারল্যান্ড ৩- ২ গোলে সার্বিয়াকে পরাজিত করে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD