তিনি আরও বলেন, আমরা পরিবারের চেয়ে লাইট ক্যামেরা একশ্যান সংশ্লিষ্ট মানুষদের সাথেই বেশি সময় কাটে সেদিক থেকে এইটাও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে উঠে। যেখানে সম্পর্ক আছে সেখানে ভুলবোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাই, বোনদের সাথেও ভুলবোঝাবুঝি হয়। কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তুলে না?? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন! নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান?
তিনি আরও বলেন, ভুল বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলেন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন ভাবছেন?