এবার রাজধানীর গুলশান-২ এর একটি খালি প্লটের ভেতর থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ১০৮ নম্বর রোডের একটি টিনের ঘরে পাওয়া যায় রক্তাক্ত মরদেহগুলো। নিহতরা হলেন- ৬২ বছরের রফিক ও ১৬ বছরের কিশোর সাব্বির। রফিক সেখানকার কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন। আর, সাব্বির ছিলো তার সহকারী। পুলিশের ধারণা- তাদের হত্যা করা হয়েছে। তবে, হত্যার কারণ বা জড়িতদের বিষয়ে কিছু জানা যায়নি।
গুলশান-২, ১০৮ নম্বর রোড। দীর্ঘদিন ধরে এখানকার ২১ নাম্বার প্লট দেখাশোনা করতেন রফিক। প্লটের পাশেই চালাতেন মুদি দোকান। যার পেছনেই, টিনের ঘরে ২ সহকারী’সহ থাকতেন।
বৃহস্পতিবার রাত থেকে এই ৩ জনের খোঁজ পাচ্ছিলো না স্বজনরা। শনিবার সকালে, দোকান বন্ধ পাওয়া গেলে; রুমে চলে খোঁজাখুঁজি। মেলে রফিক আর সাব্বিরের রক্তাক্ত মরদেহ। বাকিজনের খোঁজ মেলেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুলশান থানা পুলিশ, সিআইডির ক্রাইম সিন ইউনিট, র্যাব ও ডিবির তদন্ত দল। তাদের প্রাথমিক ধারণা- দুর্বৃত্তরা এই দু’জনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তবে, কেনো এই হত্যাকান্ড তা জানা যায়নি।
গুলশান থানার ওসি জানান, এটি হত্যাকাণ্ড। রহস্য উদঘাটনে কাজ চলছে। একজন দোকান কর্মচারি নিখোঁজ রয়েছে, তার বিষয়েও খোঁজ চলছে। পরে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।