1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি
শিরোনামঃ
প্রধান উপদেষ্টার সঙ্গে পাঁচ বিষয় নিয়ে কথা বলেছে এনসিপি ডিসেম্বরের আগেই নির্বাচন, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী নির্বাচন চাওয়াটা যেন অপরাধ, আন্দোলনকারীদের ত্যাগ ভুলে গেলে চলবে না: রিজভী তিন উপদেষ্টাকে পরবর্তী নির্বাচনে অংশ না নেওয়ার মুচলেকা দিতে হবে: ইশরাক উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও দ্রুত নির্বাচনের দাবি জানাল বিএনপি পপি নায়িকা না হলে তাকে কে চিনত, তার স্বামীও বিয়ে করত না: ওমর সানী শাকিব খানের মতো হতে চাই : ভাবনা দিল্লি ইউনূস সরকারকে সহ্য করতে পারে না”—মুফতি ফয়জুল করীম উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ষড়যন্ত্র করে দায়িত্ব পালনে বাধা দিলে দেশবাসীকে জানাবে সরকার উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

সংযুক্ত আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি পেলেন বাংলাদেশি কর্মী

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

  এবার সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ‘বিগ টিকিট’ লটারিতে দুই কোটি দিরহাম পেয়েছেন বাংলাদেশি কর্মী। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। ৫০ বছর বয়সী বাংলাদেশি রাইডার আবুল মনসুর আব্দুল সবুর বর্তমানে আমিরাতের আবুধাবি শহরে বসবাস করছেন। রাজমিস্ত্রির কাজ ছাড়াও ডেলিভারি রাইডার হিসেবেও অভিজ্ঞতা আছে তাঁর। ২০০৭ সালে আমিরাতে যাওয়ার পর থেকে তিনি নিয়মিত র‍্যাফেল ড্রয়ের টিকিট সংগ্রহ করতেন।

বৃহস্পতিবার খালিজ টাইমস জানিয়েছে, সবুর এবং তাঁর বন্ধুরা মিলে মোট পাঁচটি লটারির টিকিট কিনেছিলেন। এর মধ্যে একটি বিজয়ী টিকিট ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা কয়েক বছর ধরে টিকিট কেনার পর অবশেষে যখন সত্যিই লটারি পেয়ে গেলেন, তখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না সবুর। লটারি কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি হতবাক হয়ে যান।

‘লটারির অর্থ দিয়ে কী করবেন’—এমন প্রশ্নে সবুর জানিয়েছেন, ওই অর্থ তিনি পরিবারের পেছনে খরচ করবেন এবং একটি ব্যবসা শুরুর মধ্য দিয়ে তিনি তাঁর স্বপ্ন পূরণ করবেন।

যাঁরা লটারির টিকিট ক্রয় করেন তাঁদের উদ্দেশে কিছু বলার জন্য অনুরোধ করা হলে সবুর বলেন, ‘আমি এখন এত আনন্দিত যে, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।’

গালফ নিউজকে সবুর জানিয়েছেন, সৌভাগ্যের টিকিটটি বন্ধুরা মিলে গত ২৭ সেপ্টেম্বর কিনেছিলেন। লটারির জয়ের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি অনুষ্ঠানটি লাইভ দেখছিলাম। এর মধ্যে আমাদের নম্বরটি ঘোষণা করা হয়।’

সবুর জানিয়েছেন, বিজয়ের অর্থ তাঁরা বন্ধুরা ভাগ করে নেবেন। রাজমিস্ত্রি হিসেবে কাজ করে তাঁরা মাসে এক থেকে তিন হাজার দিরহাম পর্যন্ত আয় করেন। সবুর বলেন, ‘এই টিকিট কেনার জন্য আমরা টাকা জমিয়েছি। এবার আমরা এক হাজার দিরহামের টিকিট কিনেছি। আমরা সব সময় বিশ্বাস করতাম, সৌভাগ্য একদিন আমাদের দিকে চেয়েও আসবে। আমরা সবাই এখন কোটিপতি হয়ে গেছি।’

সবুর আরও বলেন, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার স্ত্রী, এক মেয়ে এবং দুই ছেলে আছে, যারা দুবাইয়ে কাজ করে। আমাদের ভবিষ্যৎ এখন নিরাপদ। আমি টিকিট কেনা চালিয়ে যাব।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD