লিজা ওই এলাকার প্রবাসী জাবেদ হোসেন মুন্নার স্ত্রী।
উপজেলার শাকপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া পাড়ার মো. ইউনূসের মেয়ে লিজা।
দুই বছর আগে লিজার সঙ্গে একই ইউনিয়নের প্রবাসী জাবেদ হোসেন মুন্নার বিয়ে হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গৃহবধূর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।