এবার ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফুটবলের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া মানে সমর্থকদের দুই ভাগ হয়ে যাওয়া। বাংলাদেশে দুই দলেরই বিপুল সংখ্যক সমর্থক আছে।
উজবেকিস্তানে গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। সেমিফাইনালে ইউক্রেনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। ১২ বছর পর তার এই প্রতিযোগিতার ফাইনালে উঠল। অন্যদিকে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ঠিক যেন গত ফুটবল বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি!
আগামী রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠেয় ফাইনাল ঘিরে ব্রাজিলের উইঙ্গার পিতো বলেছেন, ‘এমন ম্যাচ, যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে, এর চেয়ে বড় ম্যাচ আর হয় না। আমার মতে ফুটসাল–ঈশ্বর নিজে এই ম্যাচ ঠিক করেছেন, আর সেটা তো ফাইনালই হবে।’