1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ক্ষতিপূরণ বাবদ ১০০০ এতিমকে একবেলা খাওয়াতে সম্মত হয়েছে স্টার কাবাব

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

এবার রাজধানীর বনানী স্টার কাবাবে বাসি খাবার দেয়ার প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষমা স্বরূপ ১০০০ এতিমকে একবেলা খাওয়াতে সম্মত হয়েছে রেস্টুরেনটটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) বনানী থানায় হওয়া মামলার প্রেক্ষিতে প্রতিষ্টানটির সিইও এস. এম. মনিরুজ্জামান ক্ষমা প্রার্থনা করে একটি প্রতিশ্রুতিনামা প্রকাশ করেছেন। এতে জানান, ক্ষমা স্বরূপ ১০০০ এতিমকে একবেলা খাওয়াবে স্টার কাবাব।

এর আগে ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলককে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিতে চাইলে অলক ক্ষমার শর্ত হিসেবে ১০০০ এতিমকে একবেলা বিনামূল্যে খাবার দিতে বলেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে। শর্ত অনুযায়ী আগামী ১৫ অক্টোবরের মধ্যে ১০০০ এতিমকে একবেলা উন্নতমানের খাবর পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছে স্টার কাবাব।

এদিকে, যদিও ক্রেতাকে মারধরের ঘটনায় ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে স্টার কাবাব দুঃখপ্রকাশ করেছে। একইসঙ্গে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৬ অক্টোবর) বিকালে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করেন ক্রেতা সালেহ মোহাম্মদ রশীদ অলক। এরপর তাকে স্টার কাবাব বনানী শাখার কর্মচারীরা মারধর করে রক্তাক্ত করে। এ ঘটনায় বনানী থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD