1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

জুলাই বিপ্লবে দেশের মানুষের পাশে না দাঁড়াতে পারায় ক্ষমা চেয়েছেন সাকিব

  • প্রকাশিতঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 যদিও   বুধবার (৯ অক্টোবরবাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আবেগঘন এক বার্তায় আশা প্রকাশ করেছেনদেশের মাটিতে তার শেষ টেস্টে সবাই তার পাশে থাকবেন। এ সময় রাষ্ট্রপতির নির্দেশে ভেঙে যাওয়া সর্বশেষ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নিজের ভূমিকাও স্পষ্ট করেছেন সাকিব।

ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘আসসালামু আলাইকুমআমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদেরযারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা।’

বিপ্লব ও আন্দোলনের সময় নিজের নীরবতার কথা তুলে ধরে সাকিব লিখেছেন, ‘যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়। এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম।‘

আমি খুবই স্বল্প সময়ের জন্য মাগুরা১ আসনের সংসদ সদস্য ছিলাম। আমার রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়াটা ছিল মূলত আমার জন্মস্থান অর্থাৎ আমার মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়া। আপনারা জানেন যেবাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোন দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখাটা একটু কঠিন। আর আমার এই এলাকার উন্নয়ন করতে চাওয়া আমাকে সংসদ সদস্য হতে আগ্রহী করে। যাইহোক দিনশেষে আমার পরিচয় আমি একজন বাংলাদেশের ক্রিকেটার। আমি যখন যেখানে যে অবস্থাতেই থেকেছি অন্তর থেকে ক্রিকেটাকেই ধারণ করেছি।‘

সাকিব তার পোস্টে আরও বলেন, ‘এই ক্রিকেটকে ধারণ করে বিশ্বসেরা অলরাউন্ডারের সম্মান অর্জন করার পথে এগিয়ে নিয়ে গেছেনআপনারা। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাকে আজকের সাকিব আল হাসান বানিয়েছে। আমি যখন দেশের জন্য ক্রিকেটের মাঠে ব্যাট ধরেছি তখন আমার সাথে ব্যাট ধরেছেন আপনারা সবাই। গ্যালারি থেকে আপনাদের চিৎকারআপনাদের সমর্থন আমাকে ভালো খেলার অনুপ্রেরণা যুগিয়েছে। ক্রিকেট ম্যাচের দিন চায়ের দোকানে টেলিভিশনের সামনে উপচেপড়া ভিড়আমাকে শক্তি যুগিয়েছে। আমি জিতলেআপনারা সবাই জিতেছেন। আমি হেরে গেলেহেরে গেছেন আপনারা সবাই!’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বিদায় নিতে চাওয়া সাকিব আকুতি জানিয়ে বলেন, ‘আপনারা জানেনখুব শীঘ্রই আমি আমার শেষ ম্যাচটি খেলতে যাচ্ছি। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে আজকের সাকিব আল হাসান হয়ে ওঠা পর্যন্ত এই পুরো জার্নিটাকে ড্রাইভ করেছেন আপনারা। এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখাতাই আমার শেষ ম্যাচেএই গল্পের শেষ অধ্যায়েআমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে বিদায় নিতে চাই। বিদায়বেলায়সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাইযাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায়সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাইআমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে।‘

 

সাকিব আরও বলেন, ‘আমি আশা করিশুধু আশা না বিশ্বাস করি–এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই সাথে থেকে সেই গল্পের ইতি টানবেনযে গল্পের নায়ক –আমি নইআপনারা!’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD