1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

এবার  হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচটি অনেকটা আনুষ্ঠানিকতার। তবে ম্যাচটি জেতার সুযোগ সহজেই ছাড়তে চাইবে না শান্তরা। কারণ, ভারতের মাটিতে একটা জয়ই হতে পারে বাংলাদেশের দারুণ অর্জন। এর মধ্যে আজকের ম্যাচ দিয়েই অবসান হচ্ছে মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ক্যারিয়ার। তাই মাহমুদউল্লাহর জন্য হলেও জিততে চাইবে বাংলাদেশ।

শেষ ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। হায়দরাবাদে ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। জাকের আলীর জায়গায় অফস্পিনার মেহেদী হাসানকেও দেখা যেতে পারে একাদশে। এছাড়া আজই অভিষেক হয়ে যেতে পারে রাকিবুলের। এছাড়া একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা নেই।

এদিকে দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে নতুনদের সুযোগ দিতে পারে ভারত। গতকাল সংবাদ সম্মেলনে ভারতের সহকারী রায়ান টেন ডেসকাট কোচ ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে তরুণ পেসার হারশিত রানার। কিন্তু ২২ বছর বয়সী এ তরুণ পেসারকে জায়গা দিতে একাদশে জায়গা হারাবেন কে, এ নিয়ে কোনো উত্তর দেননি ডেসকাট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD