এদিকে আগের ম্যাচের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে এসেছেন বাঁহাতি ব্যাটসম্যান তানজিদ হাসান ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। তাদেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী।
সিরিজে দ্বিতীয়বারের মতো টসে জিতলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। নিয়েছেন ব্যাটিং। প্রথম টি-টোয়েন্টির মতো আজও রান তাড়ায় ব্যাট করবে বাংলাদেশ।
হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। নাজমুল হোসেনদের চার সপ্তাহের ভারত সফর শেষ হচ্ছে এ ম্যাচ দিয়ে। তবে ম্যাচটির বড় ট্যাগলাইন এখন ‘মাহমুদউল্লাহর বিদায়ী টি-টোয়েন্টি’।