এবার জালিয়াতির মাধ্যমে ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আজ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন নজরুল ইসলাম। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও আরেক কর্মকর্তা এম এ খালেক বিভিন্ন সময়ে অর্থ আত্মসাৎ করেছেন, যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে। আসামিরা বিভিন্ন সময় জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি থেকে প্রায় ৮১৬ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন।