কাতার বিশ্বকাপে ফুটবলারদের বাহারি সুবিধা দিয়েছে কাতার ফুটবল আয়োজকরা। যদিও বিয়ার নিষিদ্ধ করে সমালোচনার তীর সহ্য করতে হয়েছে মধ্যে প্রাচ্যের আরব দেশটিকে ।
কাতার বিশ্বকাপে হ্যারি ক্যানদের স্ত্রীরা হোটেলে না উঠে বিলাসবহুল প্রমোদ তরীতে অবস্থা করেছেন। প্রমোদ তরীতে ইংল্যান্ডের খেলোয়াড়েরদের স্ত্রী, বন্ধবী, আত্মীয়ন স্বজন অবস্থান করছেন।
কাতারের বিলাসবহুল প্রমোদতরীতে রয়েছে স্পা, বুটিক, সেলুন এবং পানশালা। তাছাড়া, বিয়ারও খাওয়া যেত প্রমোদতরীতে যদিও কাতার বিশ্বকাপে বিয়ার নিষিদ্ধ করা হয়েছে।
১০ দিন প্রমোদতরীতে থাকার পর লুসাইল স্টেডিয়ামের পাশের একটি হোটেল থাকবে হ্যারী কেনদের স্ত্রীরা