বিশ্বকাপের নক আউট পর্বের সানাই আজ থেকে বাজতে শুরু করেছে। নক আউট পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া।
মেসিদের আত্মপ্রত্যায়ী ফুটবল খেলা দেখার অপেক্ষায় বিশ্ববাসী উন্মুখ হয়ে আছে।
বিদায় বিশ্বকাপে মেসিরা হয়তো চাইবে প্রতিপক্ষ দলেকে নিজের পায়ের মারনাস্ত্র দিয়ে ঘায়েল করতে, হয়তো দেখাবে পায়ের মুন্সিয়ানা এবং প্রতি পক্ষের দূর্গকে বিস্ফোরিত করার ভয়াবহ আলামত।
অস্ট্রেলিয়ার দলের কোচ আর্জেন্টাইন দলকে যদিও আন্ডারডগ ভাবছেন এমনকি আর্জেন্টিনাকে হারানের ঘোষণা দিয়ে রাখছেন অষ্ট্রেলিয়ার কোচ, কোচের সেই ঘোষণা হালে পানি পাবে কিনা সেটি সময় বলে দিবে।
দুদলের ৫ বারের সাক্ষাতে ১ বার জিতেছে অস্ট্রেলিয়া এবং চারবার জিতেছে মেসিরা।