1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আসিফ আকবরের গানের মডেল হলেন চিত্রনায়িকা শিরিন শিলা

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

এবার বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবরের গানের মডেল হলেন চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে শিল্পীর ‘ও কন্যা তোমারে’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন তিনি। ওই গানের মডেল হিসেবেও ছিলেন আসিফ।

বিগ বাজেটের গানটির শুটিং হয়েছিল বিএফডিসিতে। ছয় বছর আগের মিউজিক ভিডিওটি ইউটিউবের একটি চ্যানেলেই ৪৫ লাখের বেশিবার দেখা হয়েছে। এবার অবশ্য গান গাইলেও মডেল হিসেবে থাকছেন না আসিফ। শিলার বিপরীতে রয়েছেন অমিত হাসান। নতুন গানের শিরোনাম ‘আমার হবি তুই’। কথা ও সুরে বাহাউদ্দীন রিমন এবং সংগীত আয়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। সিনেমাটোগ্রাফিতে ইয়াসিন বিন আরিয়ান এবং কোরিওগ্রাফার রোহান বেলাল। ভিডিও পরিচালনা করেছেন সামছুল হুদা।

গতকাল শুক্রবার রাজধানীর অদূরে পুবাইলে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। শিগগিরই দর্শকের সামনে গানচিত্রটি আনা হবে জানালেন পরিচালক।

নতুন এই মিউজিক ভিডিও নিয়ে শিরিন শিলা  বলেন, ‘সদ্যই আমার বিয়ে হয়েছে। তাই কিছুটা সময় ছুটির মেজাজে কাটাতে চেয়েছিলাম। আসিফ আকবর ভাইয়ের গানের ভিডিওর মডেল হওয়ার অফার দিলে না করতে পারিনি। গানটি শুনেই আমার ভালো লেগে যায়। আমাদের আগের গানটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ গানটি দর্শক পছন্দ করবে আশা করি। আর আসিফ ভাই আমার খুব প্রিয় একজন শিল্পী, তার গানে কাজ করতে পারাটা আনন্দের।’

গত ১০ অক্টোবর ছয় বছরের প্রেমের পর বিয়ে করেছেন শিরিন শিলা। তার বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD