1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকারের ওপর আস্থা রাখতে বললেন পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
এবার  বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিভিন্ন কমিশন আলাপ-আলোচনা করছে এবং আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। এ সময় সরকারের প্রতি আস্থা রাখা জরুরি।’

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে সিএসও অ্যালায়েন্সের আয়োজনে ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক জাতীয় মতবিনিময় সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ তথ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বৈষম্যহীন সমাজ গঠনের দায়িত্ব শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে নাগরিক সমাজের সহযোগিতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে আমাদের নিজেদেরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে। সরকার যদি কোনো বিষয়ে ব্যর্থ হয়, তা উল্লেখ করতে হবে।’

তিনি বলেন, ‘নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থাগুলোর অবদান রাষ্ট্রের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিটি বন্ধনকে আরও দৃঢ় করতে হবে এবং এনজিওদের স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের কাজের মূল্যায়ন করা উচিত।’

সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সিএসও অ্যালায়েন্সের উপদেষ্টা কমিটির সদস্য ড. হোসেন জিল্লুর রহমান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

 

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরো বলেন, ‘বেসরকারি সংস্থাগুলোকে নিজেদের কর্মকাণ্ডে অগ্রাধিকার ঠিক করতে হবে এবং নিজেদের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD