অষ্ট্রেলিয়াকে ২ – ১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে টিকিট পেল আর্জন্টিনা।
এর আগে রাতের ম্যাচে যুক্তরাষ্ট্রেকে ৩ – ১ গোলে পরাজিত করে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেল ডাচরা।
আর্জেন্টাইনরা অষ্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পৌঁছে যায় নান্দনিক ফুটবল খেলে। ম্যাচের শুরু থেকে অষ্ট্রেলিয়া জালে বল পাঠাতে মরিয়া হয়ে ওঠে মেসিরা, একের পর এক আক্রমন চালায় অষ্ট্রলিয়ার রক্ষানভাগে আর্জেন্টিনা, খেলার ৩৫ মিনিটে মেসির দারুণ শটে গোলের দেখা পায় আর্জেন্টিনা এবং ১ – ০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল।
বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে অষ্ট্রেলিয়ার জালে ফের বল পাঠান আলবারেজ এবং আর্জেন্টিনা পায় ২- ০ গোলের লিড , ২- ০ গোলে এগিয়ে থেকেও বার বার অষ্ট্রেলিয়াকে কাউন্টার অ্যাটাক করে মেসিরা, কয়েকবার নিশ্চিত গোল করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা দল।
ম্যাচের শেষ হওয়ার কয়েক মিনিটে আগে হঠাৎ আর্জেন্টিনার জালে বল পাঠায় অষ্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া একটি গোল শোধ করলেও ২ – ১ গোলে পিছিয়ে থেকে শেষ মূহুর্তে কয়েকবার মেসিদের কাউন্টারে হানা দেওয়ার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি অষ্ট্রেলিয়া।
এই জয়ে কাতার বিশ্বকাপে নক আউট পর্বে পৌছে গেল স্কালানির শিষ্যরা