1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পদত্যাগপত্র খোঁজাখুঁজি শেষ হইলে বিচারকাজ ত্বরান্বিত করেন: নির্মাতা নিপুন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

 

যদিও কোটা পদ্ধতি সংস্কারের দাবি থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়া আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের চলমান নানা ইস্যু নিয়েও কথা বলতে দেখা যায় তাকে।

এবার কথা বললেন শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যু নিয়ে। সম্প্রতি শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়টি নিয়ে নতুন করে নানা চর্চা শুরু হয়েছে। এর আগে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডসহ নানা অন্যায়-অনিয়মের অভিযোগে শতাধিক মামলা হয় আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে।

এদিকে নির্মাতা আশফাক নিপুন সাবেক এ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র খুঁজে পাওয়ার পর তার সব অপরাধের বিচারকাজ শুরুর তাগিদ দিয়েছেন। সোমবার (২১ অক্টোবর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইল থেকে এক পোস্টে এ কথা বলেন তিনি।

‘মহানগর’ খ্যাত এ নির্মাতা ফেসবুকে লিখেছেন, ‘পদত্যাগপত্র খোঁজাখুঁজি শেষ হইলে বিচারকাজ ত্বরান্বিত করেন। জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার এবং হাসপাতালে আহত হাজার হাজার মানুষ উনার পদত্যাগপত্র না, বিচার দেখতে চায়।’

প্রসঙ্গত, সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার ‘পদত্যাগ’-এর খবর আসে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগের ব্যাপারে জানান, শেখ হাসিনা যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, সেটির কোনো দালিলিক প্রমাণ নেই তার কাছে।

রাষ্ট্রপতির এমন বক্তব্য প্রকাশ হওয়ার পরই নতুন করে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টিকে মীমাংসিত উল্লেখ করে এ নিয়ে নতুন করে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না করা কিংবা সরকারকে অস্থিতিশীল বা বিব্রত না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD