ইনজুরিতে পড়া নেইমারকে নিয়ে শন্কা জেগেছিল ব্রাজিল শিবিরে। সব জলপনা ও শন্কাকে উড়িয়ে দিয়ে মাঠে অনুশীলনে ফিরলেন নেইমার ।
ব্রাজিল এবং ব্রাজিল ভক্তদের জন্য সংবাদটা কিছু হলেও স্বস্তির। আগামী সোমবার রাত ১ টায় এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
নেইমার ছাড়াও ব্রাজিল দলে দুই একজন খেলোয়াড়ার ইনজুরিতে ভুগছেন বলে নিশ্চিত করেছেন ব্রাজিল দলের চিকিৎসক।
নেইমারকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলানোর জন্য উদগ্রীব হয়ে আছে কোচ তিতো।
ব্রাজিল দলের অনুশীলনে নেইমার ফিরলেও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন কিনা তা হলফ করে বলা যাচ্ছে না।
তাই ব্রাজিল ভক্ত সমর্থক চাওয়া খুব শীঘ্রই খেলায় ফিরুক নেইমার।
অনুশীলনে ফেরার নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রাজিল দলের এই ফুটবল মহারথী।