1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের শিয়ালের কামড়ে শিশুসহ আহত ২০

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
এবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে নারী পুরুষসহ প্রায় ২০ জন আহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় ওই এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, শুক্রবার বিকেলে একটি শিয়াল আচমকা লোকালয়ে চলে আসে। এ সময় পরমেশ্বরদী ও ভিটি পাড়া গ্রামের রাস্তা-বসতবাড়িতে অবস্থানরত শাহজালাল (১৪), সোহাগ (১১), মো. হালিম (৫০) ও রুবী বেগমসহ (৬০) বিভিন্ন বয়সের প্রায় ২০ জন নারী-পুরুষকে কামড়ে আহত করে।
ভিটি পাড়া  গ্রামের  মো. এছাক বলেন, বিকেল চারটার দিকে একটি শিয়াল আচমকা লোকালয়ে চলে আসে। এ সময় যাকেই সামনে পেয়েছে কামড়ে আহত করেছে।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. ফাতেমা জানান, শিয়ালের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ ও মহাখালী হাসপাতালে রেফার করা হয়েছে।

 

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD