1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুপিসারে বিয়ে করেছেন অভিনেত্রী সুজানা

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
যদিও অনেকটা চুপিসারে বিয়ে করেছেন অভিনেত্রী সুজানা জাফর। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কেকের উপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’। জানা গেছে,গত ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম সৈয়দ হক। পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী।গত সাত বছর ধরে স্বামী সৈয়দ হকের সঙ্গে পরিচয় সুজানায়। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।
সুজানা জাফর । ছবি: সংগৃহীত
সুজানা গণমাধ্যমকে বলেন, পারিবারিকভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
সুজানা আরও বলেন, আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। তখন এই বিষয়টি জানানোর মতো  অবস্থা ছিল না। ইসলামে অনেক ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।
সুজানা জাফর বলেন, আমি সাত বছর আগে থেকে মিডিয়া ছেড়েছি, কারও সঙ্গে আমার যোগাযোগ নেই। তাই চাই না আমার ব্যক্তিগত কোনো বিষয় আর নিউজে আসুক।
সুজানা জানান, তার ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন। সেই ইচ্ছেও পূরণ করেছেন জানিয়ে তিনি বলেন, বিয়ের দুদিন পর আমরা দুজনে উমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।
চুপিসারে বিয়ের কারণ জানালেন সুজানা 
এর আগে ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এর পরই তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের পর পরই শোবিজে অনিয়মিত হয়ে পড়েন সুজানা। এখন তিনি ধর্ম কর্মে মন দিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক তিনি। বর্তমানে নিজের ফ্যাশন হাউজ ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন সুজানা।

 

facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD