যদিও বাংলাদেশ ক্রিকেটে যেন মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনাই উত্তাপ ছড়ায় বেশি। সাউথ আফ্রিকা সিরিজ শুরু হয়েছে চান্দিকা হাথুরুসিংহের বিদায়, ফিল সিমন্সে আগমন আর সাকিব আল হাসানের দেশে আসতে না পারার ঘটনায়। সেই আগুনে ঘি ঢেলেছে, তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্তর সরতে চাওয়ার সিদ্ধান্ত।
তামিম, সাকিব, মাহমুদউল্লাহ বাংলাদেশ ক্রিকেটের তিনজন কিংবদন্তি। তিনজনই অবসর নিয়েছেন সিরিজের মাঝে। অবসরের প্রেক্ষাপট ভিন্ন, তবে টুকরো টুকরো এই ঘটনা মিলে গেছে এক বিন্দুতে! হুট করেই মাঠ থেকে দেশের ক্রিকেটের আকর্ষণ শিফট হয়েছে মাঠের বাইরে! বাস্তবে এটাই বাংলাদেশ ক্রিকেটের নিত্যচিত্র। বাইশ গজের চেয়ে বাউন্ডারির বাইরের খেলাই যেন বেশি!
সাউথ আফ্রিকা সিরিজেও গল্পটা বদলায়নি! সিরিজ শুরুর দিনকয়েক আগে হেড কোচ বদলের আলোচনা। সেই আলোচনা গরম থাকতে থাকতেই হাথুরুসিংহকে বিদায় করে দেয়ার ঘোষণা। এর রেশ কাটতে না কাটতেই বিদায়ী টেস্ট খেলতে সাকিব দেশে আসতে না পারার যুক্তি পাল্টা যুক্তি। এই আলোচনা ঝিমিয়ে পড়ার আগেই নতুন প্লট; এবার অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত।
আগের সিরিজেও তাই! কাউন্টি খেলে কবে চেন্নাইয়ে পৌঁছাবেন সাকিব, সিরিজ শুরুর আগে সেটাই ছিল ক্রিকেট পাড়ার আলোচনায়। কানপুর টেস্টের আগে বিদায়ের ঘোষণা দিয়ে পুরো লাইমলাইট ততক্ষণে বিশ্বসেরা অলরাউন্ডারের দিকে। টি-টোয়েন্টি সিরিজে সেই আলো গায়ে মেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
পাকিস্তানে সিরিজ জয়ের সময়ও গল্পের বদল আসেনি। বোর্ড সভাপতি বদল, নিত্য আলোচনা-পাল্টা আলোচনা চলেছে সাকিব-হাথুরু ইস্যুতে! সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠের ব্যর্থতা ঢেকে গেছে তাসকিন আহমেদের বাস মিস কাণ্ডে।
ওয়ানডে বিশ্বকাপ অবশ্য সবকিছু ছাড়িয়ে। যাওয়ার আগে তামিম ইকবাল ইস্যু, সাকিবের ইন্টারভিউ; ফর্ম খুঁজতে সাকিবের দেশে ফেরা, কোচিং প্যানেলের সাথে হাথুরুর দ্বন্দ্ব; সবশেষে ব্যর্থতা আড়াল হয়েছে নাসুম আহমেদ কাণ্ডে। এই নাসুম কাণ্ডের গেছে হাথুরুর চাকরি।
প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজেই এমন অসংখ্য ঘটনার স্বাক্ষী বাংলাদেশ ক্রিকেট। হরহামেশাই ঠাট্টার ছলে মানুষ বলেও ফেলেন; মাঠে না, বাংলাদেশ ক্রিকেটে খেলা হয় মাঠের বাইরে।