1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রথম দিনে ৩০৭ রান দক্ষিণ আফ্রিকার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

এবার চট্টগ্রাম টেস্ট ক্রিকেট খেলার প্রথম দিনে বাংলাদেশের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের জোড়া শতকে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে এগুচ্ছে প্রোটিয়ারা। দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ৩০৭ রান। আলোর স্বল্পতায় ৯ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা।

বন্দর নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ক্রিকেট খেলায় মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দল ৩ ও দক্ষিণ আফ্রিকা দল ২টি পরিবর্তন নিয়ে একাদশ সাজায়। এই খেলায় বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের। বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে সতর্কতার সাথে খেলতে থাকে সফরকারীরা।

প্রোটিয়া দলের অধিনায়ক এইডেন মার্করামকে ফেরান বাংলাদেশের তাইজুল ইসলাম। এরপর বাকি সময় স্বাগতিক বোলারদের হতাশায় ডোবাতে থাকে সফরকারী দলের দুই ব্যাটসম্যান টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। খেলার শুরুর দিকে বাংলাদেশ দলের ফিল্ডাররা কয়েকটি ক্যাচ হাতছাড়া করেন। তাতে সফরকারী দলের এই দুই ব্যাটসম্যান রানের গতি বাড়াতে থাকেন।

ডি জর্জি ও স্টাবস জুটি যোগ করেন ১৬০ রান। চট্টগ্রামের এই মাঠটি স্মরণীয় হয়ে থাকবে ডি জর্জির কাছে। ক্যারিয়ারের অস্টম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি পান ডি জর্জি। উইকেটের চারপাশেই স্ট্রোকের ফুলঝুড়ি ছিটিয়ে তিনি প্রথম সেঞ্চুরি পান।

টি- টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান তকমা লাগা ট্রিস্টান স্টাবসও পান টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক। উইকেটে টিকে থাকতে পারলে যে টেস্ট ক্রিকেট খেলায় রান পাওয়া যায় সেটা প্রমাণ করে দিলেন স্টাবস। তবে সেঞ্চুরির পর বেশি সময় উইকেটে থাকতে পারেননি তিনি। ব্যক্তিগত ১০৬ রানে তাইজুলের দ্বিতীয় শিকার হন স্টাবস।

আরেক সেঞ্চুরিয়ান ডি জর্জি অপরাজিত আছেন ১৪১ রানে। আলোর স্বল্পতায় ৯ ওভার বাকি থাকতেই প্রথম দিনের খেলা শেষ হয়। দিন শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩০৭ রান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD